Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ১৯৬১ সালে ১৬ অক্টোবর তদানিন্তনর্পূব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন নামে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে বিএডিসির ০৫ (পাঁচ) টি উইং এর সমন্বয়ে গঠিত। এগুলো হলো: ক্ষুদ্রসেচ, বীজ ওউদ্যান, সার ব্যবস্থাপনা, অর্থ ও প্রশাসন। কুড়িগ্রাম ক্ষুদ্রসেচ জোন অফিসের কার্য্ক্রম ১৯৮২ সালে আরম্ভ হয়। পূর্বে ইহা রংপুর জেলার অন্তর্ভৃক্তছিল। বর্তমানে লালমনিরহাট রিজিয়ন এর অন্তর্ভৃক্ত। কুড়িগ্রাম জোন অফিসের আওতায় ৯ (নয়) টি উপজেলার ০৫ (পাঁচ) টিতে ইউনিট অফিসের কার্য্যক্রম চালু আছে। কুড়িগ্রাম ক্ষুদ্রসেচ জোন অফিসের আওতায় (উপজেলা অফিস সহ) বর্তমানে ১১ জন কর্মকর্তা/কর্মচারী কর্মরত রয়েছেন।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)